লুকিয়ে হয়েছিল এনগেজমেন্ট‚ তবু কেন বিয়ে করেননি অক্ষয় কুমার-রবিনা ট্যন্ডন?
নয়-এর দশকের হার্টথ্রব ছিলেন রবিনা ট্যন্ডন | এখনো হয়তো অনেকেই বৃষ্টির মধ্যে হলুদ শাড়ি পরে ‘ টিপ টিপ বর্ষা পানি ‘ মনে রেখেছে | এই ডিভা অক্ষয় কুমারের সঙ্গে বেশ কয়েকটা হিট ছবি উপহার দিয়েছেন দর্শককে | রিয়েল লাইফেও কিন্তু এই জুটি প্রেম করতেন | ওঁদের লাভ স্টোরি অনেক দিক দিয়েই পার্ফেক্ট ছিল | দুজনেই পাঞ্জবী ছিলেন | দুই পরিবারের ওঁদের সম্পর্কে আপত্তি ছিল না | এমনকি ওঁদের চুপি চুপি এনগেজমেন্ট অবধি হয়ে গিয়েছিল | ১৯৯৯ সালে স্টারডাস্টকে দেওয় সাক্ষাৎকারে রবিনা স্বীকার করেন ওঁদের এনগেজমেন্টের কথা | কিন্তু শেষ অবধি কেন বিয়ের পিঁড়িতে বসলেন না ওঁরা ?
অক্ষয়-রবিনার প্রেম পর্ব চলাকালীন ১৯৯৬ সালে মুক্তি পায় ‘ খিলাড়িও কা খিলাড়ি‘ ছবি | এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন অক্ষয় কুমার এবং রেখা | ছবি মুক্তি পাওয়ার সঙ্গে রেখা আর অক্ষয়কে ঘিরে বিভিন্ন মুখরোচক গল্প প্রকাশিত হয় |
খিলাড়ি কুমার রিয়েল লাইফেও খিলাড়ি ছিলেন | ইতিমধ্যেই বিভিন্ন অভিনেত্রীকে ঘিরে নানারকম কথা শোনা যেত অক্ষয়ের নামে | রবিনা‚ অক্ষয়ের এই স্বভাবে আন্দাজ করতে পেরেছিলেন | অবশেষে রেখার সঙ্গে যখন অক্ষয়কে ঘিরে নানারকম গুজব শোনা যায় তখন ভেঙে পড়েন উনি |
অক্ষয়-রবিনার সম্পর্ক ভেঙে যাওয়ার পর সাক্ষাৎকারে রবিনা স্পষ্ট জানান অক্ষয় একজন বিশ্বাসঘাতক ছিলেন | উনি এও জানান অক্ষয়ের কোনও মেয়ের সঙ্গে আলাপ হলেই তাকে প্রপোজ করতেন উনি | তবে রবিনা ওঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য অন্য কোনও মহিলাকে দোষ দেন নি | ওঁর কথায় ‘ আমি যার সঙ্গে প্রেম করেছি সেই যদি বিশ্বাসঘাতক হয় অন্য কাউকে দোষ দিয়ে কী লাভ | ‘
পরে রবিনা ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাড়ানির প্রেমে পড়েন | ২০০৪ সালে বিয়ে হয় ওঁদের | অন্যদিকে অক্ষয় শেষ অবধি টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন | রবিনা আর অক্ষয় বর্তমানে দুজনেই নিজের নিজের পরিবার নিয়ে সুখী |
