পোল ডান্সে ইন্সটাগ্রাম মাতালেন অভিনেত্রী নেহা পেন্ডসে দেখুন ভিডিও - BD News Online

বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭

পোল ডান্সে ইন্সটাগ্রাম মাতালেন অভিনেত্রী নেহা পেন্ডসে দেখুন ভিডিও

ভারতের জনপ্রিয় টেলিভিশন  অভিনেত্রী নেহা পেন্ডসে এবার ইন্সটাগ্রামে শেয়ার করলেন পোল ডান্সের ভিডিও।
যেখানে দেখা যাচ্ছে খুবই সিডাকটিভ ভঙ্গিতে এই ডান্স করেছেন নেহা। ‘মে আই কাম ইন ম্যাডাম’ টেলিভিশন শো তে জমজমাটি অভিনয়ে প্রশংসায়ও পেয়েছিলেন নেহা। তবে এবার এই ডান্স ভিডিওতে রীতিমত ভাইরাল তিনি।
ভিডিওটিও শেয়ার করে তিনি দর্শকের উদ্দেশ্যে জানিয়েছেন, ‘আবারও পুরনো ভাবে নিজেকে খুঁজে পাচ্ছি। নিজেকে ফিট রাখছি আর মন ভাল রাখতেই ডান্স করা ।’
দেখুন নেহার সেই দুঃসাহসিক ভিডিও