ডোমারে ঝড় ও বাতাসে ব্যাপক ক্ষয় ক্ষতি - BD News Online

শনিবার, ৭ অক্টোবর, ২০১৭

ডোমারে ঝড় ও বাতাসে ব্যাপক ক্ষয় ক্ষতি

গতকাল শুক্রবার সন্ধায় ডোমার থানা ১০ নং হরিনচড়া ইউনিয়নে প্রায় ৩০ টি পরিবারের ঝর ও বাতাসে গাছপালা ভেঙ্গে পড়ে বাড়ি ঘরের ও আমন ধানের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে, স্বর জমিনে হরিনচড়া ১নং ওয়ার্ড মোজাম্মেল হকের বাড়িতে গিযে দেখা যায় যে তার থাকার ঘরে বিশাল একটি গাছ উপরে পড়ে তার ৮ বছরের মেয়ে মঞ্জুনা গাছে চাপা পড়ে, সোর গোল করার পড় প্রতিবেশি আতিয়ার, আজিজার ও খলিল এসে মেয়েটিকে উদ্ধার করে, বোড়াগাড়ি মেডিকেলে চিকিৎসা সেবা দেওয়া হয়, মেয়েটির বাম পা ভেঙ্গে গেছে, এদিকে বাতাসের গতি বেগ বেশি হওয়ায় আমন ধান মাটির সাথে শুয়ে পরেছে যা কৃষকের জন্য ক্ষতির আশঙ্কা মনে করছে ৯ নং ্ওয়ার্ডের কৃষক বাবুল রহমান, বনমালী রায়, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি, ইউ পি চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম পরিবারটির বাড়িতে গিয়ে খোজ খবর নেন এবং কতগুলো পরিবার ক্ষতি গ্রস্থ হয়েছে তার তালিকা করছেন বলে জানান।