মিয়ারমারে নিরিহ মুসলমান নারী, পুরুষ ও শিশুদের গণহত্যা,ধর্ষনসহ বসতবাড়ীতে অগ্নিসংযোগের প্রতিবাদে ডোমারে মানববন্ধন - BD News Online

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ারমারে নিরিহ মুসলমান নারী, পুরুষ ও শিশুদের গণহত্যা,ধর্ষনসহ বসতবাড়ীতে অগ্নিসংযোগের প্রতিবাদে ডোমারে মানববন্ধন

মিয়ারমারের রাখাইন রাজ্যে নিরিহ মুসলমান নারী, পুরুষ ও শিশুদের গণহত্যা, ধর্ষনসহ বসতবাড়ীতে অগ্নিসংযোগের প্রতিবাদে নীলফামারীর ডোমারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন ডোমার বাসীর ব্যানারে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ডোমার বাজার রেলঘুন্টির মোড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন, প্রভাষক জাকির হোসেন প্রধান।

পৌর কাউন্সিলর মিজানুর রহমান তুলু’র সঞ্চালনায়,এতে বক্তব্য রাখেন- কমরেড মফিজার রহমান দুলাল,ডোমার পৌর বিএনপি-র সভাপতি মোস্তফা ফিরোজ প্রধান, শিক্ষক আলহাজ্ব করিমুল ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান পরিষদের জেলা সভাপতি বাবু গোরাচাঁদ অধিকারী, নারী নেত্রী তৌহিদা জ্যোতি, দন্ত চিকিৎসক ওমর ফারুক প্রমূখ। বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম উম্মাকে একসাথে আন্দোলন করার আহবান জানিয়ে, মানুষ খেকো রক্ত পিপাসু অং সাং সুচী’র নোবেল বিজয়ী বাতিল এবং রোহিঙ্গা নির্যাতন বন্ধের জোর দাবী জানান তারা।