বিভিন্ন ফাঁদ পেতে পাখি ধরে নিধন করছে পাখি শিকারীরা - BD News Online

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭

বিভিন্ন ফাঁদ পেতে পাখি ধরে নিধন করছে পাখি শিকারীরা

ডোমার, (নীলফামারী) প্রতিনিধি: খানসামা দিনাজপুর গ্রাম: আদর্শ পাড়া ওয়ার্ড নং ৬ মোঃ আজিজার রহমান বর্তমান
সময়ে ফাঁদ ব্যবহার ও পাখি শিকারীর কাজ থেকে পাইকারী দরে প্রতি জোড়া বক ১৩০ টাকা দরে কিনে ১৫০ টাকা দরে বিক্রি করে সংসার পরিচালনা করছেন, তিনি জানেন না পাখি শিকার করা আইনে দন্ডনীয় অপরাধ, গত রবিবার প্রত্যক্ষ দর্শি সেলুন দোকানদার রঞ্জন ও ঔষধ বিক্রেতা মোজাম্মেল হক চৌধুরী বলেন খানসামা পাকের হাট আমাদের দোকানের সামনে সকালে ৭:৩০ থেকে ১০ টা পর্যন্ত  তিনি বক বিক্রি করেন। তারা বলেন আইনে প্রয়োগ না থাকায় মানুষ নানা ভাবে পাখি নিধন করছে, যা আমাদের পরিবেশের ভারসাম্যকে মারাত্মক ভাবে হুমকির সম্মুখিন হয়ে দারিয়েছে, আমরা দেশ বাশী নানা ভাবে বিপদে পরছি। সেখানে ১০ টি বক পাখি ছিল, প্রত্যক্ষ দর্শিরা পাখিদের সুরক্ষা প্রদানে আইনের প্রয়োগ চান।