ভারতের গুজরাতে প্রথম দফার ভোট গ্রহন শুরু হলো আজ
শুরু হল ভারতে গুজরাতের প্রথম দফার নির্বাচন৷ শনিবার প্রথম দফার ভোটে রাজ্যের ১৮২টি আসনের মধ্যে ৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে৷ এদিন সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ৷ চলবে বিকেল ৫টা পর্যন্ত৷
১ম দফার ভোটে মোট ৯৭৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে৷ এর মধ্যে রয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিজয় রূপানি৷ এদিন সকাল সকাল রাজকোটে নিজের নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসেন তিনি৷ তাঁর বিপরীতে কংগ্রেসের ইন্দ্রনীল রাজ্যগুরু প্রতিদ্বন্ধিতা করছেন৷
একদিকে বিজেপি পঞ্চমবারের জন্য গুজরাত জয়ের জন্য ঝাপাচ্ছে৷ অন্যদিকে কংগ্রেসের লক্ষ্য তাদের নিজস্ব ভোটব্যঙ্ক ফিরে পাওয়া৷ সেই সঙ্গে গতবারের থেকে প্রাপ্ত আসন কিছুটা হলেও বাড়িয়ে নেওয়া৷
একনজরে গুজরাত নির্বাচন
রাজ্যের ১৯টি জেলার যে ৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে তার মধ্যে ২০১২ সালে বিজেপি জয়ী হয় ৬৩টি আসনে৷ কংগ্রেসের দখলে যায় ২২টি আসন৷ অন্যান্যরা বাকি আসনে জয়ী হয়৷
রাজ্যের ১৯টি জেলার যে ৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে তার মধ্যে ২০১২ সালে বিজেপি জয়ী হয় ৬৩টি আসনে৷ কংগ্রেসের দখলে যায় ২২টি আসন৷ অন্যান্যরা বাকি আসনে জয়ী হয়৷
সবচেয়ে বেশী সংখ্যক প্রার্থী দাঁড়িয়েছে জামনগর কেন্দ্র থেকে৷ এই আসনে প্রার্থী সংখ্যা ২৭৷ অন্যদিকে গান্ডেভী ও জগদিয়া কেন্দ্রে সবথেকে কম মাত্র ৩ জন প্রার্থী দাঁড়িয়েছে৷
রাজ্যের ২.১২ কোটি ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন৷ এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ১১ লক্ষ ৫ হাজার ৯৩৩৷ মহিলা ভোটারের সংখ্যা ১ কোটি ১ লক্ষ ২৫ হাজার ৪৭২৷
সবচেয়ে বড় বিধানসভা কেন্দ্র কচ্ছ জেলার আবদাসা আসনটি৷ ৬২৭৮ স্কোয়ার কিলোমিটার নিয়ে বিস্তৃত এই বিধানসভা কেন্দ্রটি৷ সবচেয়ে ছোট আসন সুরাট জেলার করঞ্জ কেন্দ্রটি৷ এই কেন্দ্রটি মাত্র ৪ স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত৷
