নীলফামারীর ডোমারে হানাদার মুক্ত দিবস পালিত - BD News Online

বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭

নীলফামারীর ডোমারে হানাদার মুক্ত দিবস পালিত

ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ- নীলফামারীর ডোমারে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ডোমার 'হানাদার মুক্ত দিবস' পালিত হয়েছে।
দিবসটি পালনের লক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে বুধবার (৬ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া।

 এতে বক্তব্য রাখেন,ডোমার পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু,উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সরকার ফারহানা আকতার সুমি,মুক্তিযোদ্ধা পৌর কমান্ডার ইলিয়াছ হোসেন,ওসি মোকছেদ আলী সহকারী কমান্ডার সমসের আলী, সাবেক কমান্ডার আব্দুল জব্বার,জেলা পরিষদ সদস্য মেহেরুন আকতার পলিন, পৌরসভার প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়নুল হক,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আল-আমিন রহমান,আসাদুজ্জামান চয়ন,আইজি আরাফাত অরুপ,মাহমুদ মিনহাজ সাদাত সুপ্ত প্রমূখ।