আজ আমরা বলতে পারি আমাদের 'ডিজিটাল বাংলাদেশ' : প্রধানমন্ত্রী - BD News Online

বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭

আজ আমরা বলতে পারি আমাদের 'ডিজিটাল বাংলাদেশ' : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেছেন, দশম সংসদের নির্বাচনের পর আমাদের 'ডিজিটাল বাংলাদেশ' ইশতেহার নিয়ে অনেকে ঠাট্টা করেছিল। আজ আমরা গর্ব করে বলতে পারি 'ডিজিটাল বাংলাদেশ'। প্রযুক্তি প্রতিনিয়ত উন্নত হচ্ছে। মেধা ও যোগ্যতার বলে তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের তরুণেরা দেশকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিচ্ছে। তারা দেশের মর্যাদা বাড়িয়ে অন্য উচ্চতায় নিয়ে যাবে। 
তিনি আরও বলেন, ১৯৯৬ সালে যখন ক্ষমতায় এলাম তখন দেখি বিভিন্ন ফাইল টাইপরাইটারে টাইপ হয়ে আসত। সরকারি অফিসে কম্পিউটার থাকা সত্ত্বেও ব্যবহার হতো না। পিসি (পার্সোনাল কম্পিউটার) ছিল ‘ডেকোরেশন পিস।’
বুধবার (০৬ ডিসেম্বর)  রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র চারদিনব্যাপী 'ডিজিটাল ওয়ার্ল্ড' অনুষ্ঠান উদ্বোধনকালে শেখ হাসিনা  এ কথা বলেন।
‘রেডি ফর টুমরো’ বলে আগামীর জন্য তৈরি হতে নতুন প্রজন্মের তরুণদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
এদিন মেলায় আনা হয় বিশ্বে প্রথম কোন দেশের নাগরিকত্ব পাওয়া রোবট সোফিয়াকে। তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোফিয়াও প্রধানমন্ত্রীর নানা প্রশ্নের উত্তর দেয়।
ডিজিটাল ওয়ার্ল্ড দেশের সবচেয়ে বড় বার্ষিক তথ্যপ্রযুক্তি সম্মেলন। চারদিনের এ সম্মেলন চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত।