গোপালগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৬ - BD News Online

শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭

গোপালগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৬

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও কাঠবোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। তাদের উদ্ধার করে গোপালঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার রাত ৮টার দিকে শহরের বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 এ ব্যাপারে ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নেয়ামুল হুদা বলেন, ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের যাত্রীবাহী বাস বেদগ্রাম এলাকার রাস্তার পাশে একটি কাঠবোঝাই ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে বলেও জানান তিনি।