বিদ্রোহীদের হামলায় কঙ্গোতে ১৫ শান্তিরক্ষী নিহত - BD News Online

শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭

বিদ্রোহীদের হামলায় কঙ্গোতে ১৫ শান্তিরক্ষী নিহত

আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় অন্তত ১৫ শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৩ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় রুয়ান্ডা ও উগান্ডা সীমান্ত সংলগ্ন সেমুলিকি শহরের ওই ঘাঁটিতে হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক সিএনএন।
 
শুক্রবার জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস জানান, বৃহস্পতিবারের হামলায় ১২ শান্তিরক্ষী নিহত হয়েছে। তারা সবাই তানজানিয়ার নাগরিক। পরে কঙ্গো সরকারের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ১৫ শান্তিরক্ষী নিহতের খবর দিয়েছে। অবশ্য সেখানে বাকি তিনজন কোন দেশের নাগরিক আলাদাভাবে উল্লেখ করা হয়নি।
 
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস হামলার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে শান্তিরক্ষীদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা এটি। শান্তিরক্ষীদের উপর হামলাকারীদের কোন ছাড় দেয়া হবে না। 
 
কঙ্গোর মনোস্কোর জাতিসংঘের মিশন প্রধান মামান সিদিকৌ এ হামলার কঠোর নিন্দা জানিয়েছে বলেছেন, সন্ত্রাসী হামলার সমুচিন জবাব দেয়া হবে এবং দুষ্কৃতকারীদের ধরে আইনের হাতে সোপর্দ করা হবে।