অপু বিশ্বাসের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলেছেন সুপারস্টার শাকিব খান
২০০৬ সালের 'কোটি টাকার কাবিন' ছবির মাধ্যমে বড় পর্দায় জুটি বাঁধেন শাকিব খান-অপু বিশ্বাস। এবার বাস্তবেও কাবিননামার দেনমোহর জটিলতায় পড়লেন এ জুটি। শাকিব-অপুর ডিভোর্স ঝড় শেষ না হতেই নতুন করে শুরু হয়েছে তাদের দেনমোহর বিতর্ক।
অপু বিশ্বাসের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলেছেন সুপারস্টার শাকিব খান! অপুর কাবিননামায় দেনমোহর হিসেবে উল্লেখ রয়েছে ৭ লাখ ১ টাকা। আর অপুর দাবি, ১ কোটি ৭ লাখ টাকা। কাবিননামায় দেনমোহর বিতর্কে এই অভিযোগ তুলেন শাকিব খান। তিনি বলেন, ‘অপু নতুন করে জালিয়াতির আশ্রয় নিতে যাচ্ছে।
৭ লাখ ১ টাকাকে সে উল্টে ১ কোটি ৭ লাখ টাকা বানাতে চাইছে। দেনমোহর যদি ১ কোটি টাকাও হয় এরপর ভাঙা টাকা হিসেবে ৭ লাখ টাকা কেমন করে হবে। নিশ্চয়ই একটি রাউন্ড ফিগার হওয়ার কথা। তার এই জালিয়াতির অপরাধে তাকে আইনগতভাবে শাস্তি পেতে হবে।’
প্রেম করে শাকিব-অপুর বিয়ে করেন ২০০৮ সালের ১৮ এপ্রিল। টানা ৯ বছর বিয়ের খবর গোপন রাখেন এ দুই সহকর্মী। চলতি বছরের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ছয় মাস বয়সী ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে হাজির হন অপু বিশ্বাস। বিয়ের খবর প্রকাশের আট মাসের মাথায় বিবাহ বিচ্ছেদে গেলেন তারা।