বেশি পাকনামী কথাবার্তা বলছে জয় : ওমর সানী - BD News Online

মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭

বেশি পাকনামী কথাবার্তা বলছে জয় : ওমর সানী

জয়  ওমর সানী 
অভিনেতা জয়কে বুঝেশুনে কথাবার্তা বলার পরামর্শ দিলেন চিত্রনায়ক ওমর সানি। অভিনেতা শাহরিয়ার নাজিম জয় "সেন্স অব হিউমার" নামের একটি অনুষ্ঠান সঞ্চালনা করেন। তার এ অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন বিভিন্ন তারকারা। অনুষ্ঠানে তার আচরণ নিয়ে বেশ চটেছেন চিত্রনায়ক ওমর সানী। এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি।

বিডি নিউজ আনলাইন পাঠকদের জন্য ওমর সানীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

কথাগুলো আগেই বলা উচিত ছিল, অনেক দেরি হয়ে গেল কথাগুলো বলতে। মিডিয়ার এক ছোটভাই নাম "জয়"। ওকে মিডিয়াতে গাইড করার জন্য মৌসুমী ও গাজী সাহেবের অবদান অনেক।

ছেলেটি অভিনয় ভালোই করে। সে "সেন্স অব হিউমার" নামে একটি অনুষ্ঠান করছে কিন্তু ইদানিং তাকে বেশী পাকনামী কথাবার্তা বলতে দেখা যাচ্ছে।

সে সিনিয়র শিল্পীদের নিয়ে অতি রঞ্জিত পাকনামী কথাবার্তা বলছে যা দৃষ্টিকটু। তাই আমি তাকে সিনিয়র হিসেবে একটা কথাই বলবো সিনিয়র শিল্পী কলাকুশলীদের সম্মান করতে শিখো।

আর বেশী কিছু বলতে চাই না। ভালো থাক তুমি "জয়"..