জাপানি মেয়েদের জীবনে প্রেম নেই যে কারনে ? - BD News Online

বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

জাপানি মেয়েদের জীবনে প্রেম নেই যে কারনে ?

কাজের চাপ এতই বেশি যে প্রেম-ভালবাসা যেন উঠেই গেছে জাপানি তরুণীদের জীবন থেকে। একটি জরিপে এমন তথ্য উঠে এসেছে।
প্রচণ্ড কাজের চাপে প্রেম করার সময়ই বের করতে পারছেন না তারা। একটি জরিপে অংশ নেওয়া ৬০ ভাগ তরুণী এমনটাই জানিয়েছেন।
অনলাইন ভিত্তিক প্রেমের পরামর্শ প্রদানকারী সংস্থা কোকোলোনি ডট জেপি’র বরাত দিয়ে  এ তথ্য প্রকাশ করেছে জাপান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে জাপানে পুরুষদের মতো নারীরাও একই ধরনের কাজের চাপে থাকে। ফলে অতিরিক্ত কাজের ফাঁকে বিশ্রামের সময় বের করাই দুষ্কর। এই চাপ সামলে নারীদের আর প্রেম করতে কিংবা ডেটিংয়ে যাওয়ার মতো শারীরিক ও মানসিক অবস্থা থাকে না। এই সময়টাতে তারা সোফায় ঘুমিয়ে কিংবা টিভি দেখেন ক্লান্তি দূর করেন।
জরিপটির মতে, প্রচণ্ড কাজের চাপে ডেটিংয়ের সময় প্রতি চারজনে একজন নারী ঘুমিয়ে পড়েন। কারণ তারা মনে করছেন যে এটা ‘সময়ের অপচয় মাত্র’। এর পরিবর্তে তারা বিয়ে করে স্থায়ী হওয়ার পথ খুঁজছেন