পাকিস্তানে কলেজে হামলা, নিহত অন্তত ১৩
পাকিস্তানের পেশওয়ারে একটি কলেজে তালেবান বন্দুকধারীদের হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর আল জাজিরা।
শুক্রবার (১ ডিসেম্বর) ভোরে হামলাকারীরা অটোরিকসা যোগে এগ্রিকালচার ট্রেনিং ইন্সটিটিউটে প্রবেশ করে এ তাণ্ডব চালায়। এ সময় তারা বোরকা পরিহিত অবস্থায় ছিল। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, হামলাকারীরা অন্তত তিনজন ছিল। হামলার সময় কলেজ ক্যাম্পাস থেকে অন্তত একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
হামলার পরপর কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে তলব
করে। পরে সেনাবাহিনী জানায়, সেনা ও পুলিশের যৌথ বাহিনী দুই ঘণ্টার অভিযানে হামলাকারী সবাইকে হত্যা করা হয়েছে। পাকিস্তান তালেবানের পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা হয়েছে।
আহত এক শিক্ষার্থী রয়টার্সকে বলেন, কলেজের ছাত্রাবাসে সাধারনত চার‘র বেশি শিক্ষার্থী থাকে। তবে লম্বা ছুটি পড়ায় শিক্ষার্থীদের অনেকেই বাড়িতে চলে গেছে। এখন ১২০জনের মত ছাত্র এখানে আছে।
২০১৪ সালের ডিসেম্বরে অনুরুপ এক হামলার ঘটনা ঘটে। সে সময় পেশওয়ারের আর্মি পাবলিক স্কুলে তালেবান বন্দুকধারীরা ১৩৪ শিশু শিক্ষার্থীকে হত্যা করে।