সাভারে শ্রমিক রোমানা আক্তার - নির্মমভাবে হত্যা - BD News Online

বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

সাভারে শ্রমিক রোমানা আক্তার - নির্মমভাবে হত্যা

সাভারের ধামরাইয়ে এক নারী পোশাক শ্রমিককে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই জয়পুরা কেলিয়া ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত পোশাক শ্রমিকের নাম রোমানা আক্তার (২৬)। তিনি ধামরাই জয়পুরা এলাকার মৃত খোরশেদ আলমের মেয়ে।
এলাকাবাসীর বরাত দিয়ে ধামরাই থানার এসআই জসিম মিয়া আরটিভি অনলাইনকে জানান, রোমানা আক্তার নামের ওই পোশাক শ্রমিক আশুলিয়ার নয়ারহাট নুরজাহান গার্মেন্টসে অপারেটর হিসেবে কাজ করতেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে অফিস ছুটির পর দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে যায়। পরে রোমানার বাম হাত ও বাম পা  কেটে হত্যার পর মরদেহ ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইর কেলিয়া ব্রিজের ওপরে ফেলে রাখে।
সকালে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
স্বজনদের অভিযোগ, রোমানার সঙ্গে প্রতিবেশী ঠান্ডু মিয়ার বখাটে ছেলে জসিম মিয়ার গত সাত বছর আগে বিয়ে হয়।  তাদের জুঁই নামের একটি কন্যা সন্তান রয়েছে।

চার বছর আগে জসিম মিয়া প্রথম বউ রেখে দ্বিতীয় বিয়ে করে। এরপর রোমানা বাপের বাড়িতে চলে যায়। গত কয়েকদিন ধরে জসিম রোমানাকে বিরক্ত করা শুরু করে। এরপর সোমবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
দুপুরে রোমানার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।