ভোলায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে ১ জেলে নিহত, নিখোঁজ ২ - BD News Online

শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭

ভোলায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে ১ জেলে নিহত, নিখোঁজ ২

ভোলার বোরহানউদ্দিনের মেঘনায় শুক্রবার ভোরে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে এক জেলে নিহত হয়েছে। তার নাম গিয়াস, বয়স ১৭।
জানা যায়, এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই জেলে।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ভোরে মিজানসহ ছয় জেলে মেঘনায় ইলিশ শিকার করছিলো। এসময় একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কা তাদের ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা তিন জেলে উদ্ধার হলেও বাকি তিন জেলেকে পাওয়া যায়নি।
পরে স্থানীয়রা গিয়াস নামে এক জেলের মরদেহ উদ্ধার করে। বাকিদের উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।  
নিহত গিয়াসের বাড়ি বাটামারা গ্রামে। নিখোঁজরা হলেন- কাaমাল ও সিরাজ। এছাড়া মিজান ও সুক্কুরসহ তিনজনকে উদ্ধার করা হয়েছে।