আহত নাতীকে হাসপাতালে নেওয়ার পথে দাদার মৃত্যু
পূর্ব শত্রুতার জের ধরে মারপিটে আহত নাতীকে চিকিৎসার জন্য নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হার্ট অ্যাটাকে দাদা আনছার আলীর (৬৫) মৃত্যু হয়েছে। আজ সোমবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিগীরত্না গ্রামে্ এ ঘটনা ঘটে। আহত নাতী মনোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মৃত আনছার আলীর ছেলে আকরাম হোসেন সাংবাদিক ও পুলিশকে জানায়, তাদের প্রতিবেশী বেলাল হোসেন তার বাড়ির সামনে মনোয়ারকে পূর্ব শত্রুতার জের ধরে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এসময় আহত মনোয়ারকে ভ্যানযোগে চিকিৎসার জন্য নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় দাদা আনছার আলীও সাথে যায়। নাতীর আহত হওয়ার বিষয়টি দেখে পথেই তিনি হার্ট অ্যাটাক করে মারা যান।
নবাবগঞ্জ থানার এস আই সোহেল রানা জানান, এ ঘটনায় অভিযোগ দায়ের হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।