মানুসীকে পেতে অপেক্ষা করতে হবে সালমানকে - BD News Online

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭

মানুসীকে পেতে অপেক্ষা করতে হবে সালমানকে

সালমান খান ও মানুসী চিল্লার
চীনে অনুষ্ঠিত ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেরার মুকুট জিতেছেন ভারতের মানুসী চিল্লার। ষষ্ঠ ভারতীয় হিসেবে তিনি এই খেতাব জিতেছেন। 
বিশ্ব সুন্দরী মানুসী চিল্লারকে নিজের ছবিতে বলিউডে অভিষেক করাতে চান বলিউড সুপারস্টার সালমান খান। ভারতের বিভিন্ন গণমাধ্যমে গতকাল বুধবার এ খবর প্রকাশিত হয়।
এর আগে, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, ডেইজি শাহ, জেরিন খানের মতো প্রতিভাবান অভিনেত্রীদের বলিউডে হাতেখড়ি দিয়েছেন তিনি। সেক্ষেত্রে বলিউডে গুঞ্জন সুলতান খ্যাত এই তারকার অফার লুফে নিতে পারেন মানুসী। 
বলিউড ডট কমের খবরে বলা হয়, প্রত্যেক বিশ্ব সুন্দরীকে গুডউইল অ্যাম্বাসেডর, রোল মডেল এবং এমনকি দাতব্য সংস্থার জন্য তহবিল সংগ্রহ করতে হয়। তাছাড়া বিশ্বের প্রসিদ্ধ কোনো কোম্পানির সঙ্গে তাদের বিশেষ কোনো চুক্তিও থাকতে পারে। সেই চুক্তি শেষ হওয়ার পরই তারা চলচ্চিত্রে অভিনয়ের জন্য স্বাক্ষর করতে পারেন।  
মানুসীও বলেছেন, এই মুহূর্তে বলিউডে নাম লেখানোর ইচ্ছা তার নেই। সেটা অন্তত এক বছর। 
সংবাদ সম্মেলনে মিস ওয়ার্ল্ড বলেন, পরবর্তী এক বছর মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে চাই। এই কারণে আমাকে চারটি মহাদেশ ভ্রমণ করতে হবে।
সেই হিসেবে মানুসী যদি সালমানের প্রস্তাবে রাজিও হয়, তারপরও মিস ওয়ার্ল্ডকে নিজের সিনেমায় অভিষেক করাতে অন্তত এক বছর অপেক্ষা করতে হবে বলিউড সুপারস্টারকে।