সব দায়িত্ব নেইমারের একার নয় প্রত্যেককে তার নিজ নিজ জায়গার দায়িত্ব নিতে হবে: ব্রাজিল কোচ
নেইমার |
তিতের ব্রাজিলের দুর্দান্ত পারফরম্যান্সের পেছনে নেইমারের অবদান সবচেয়ে বেশি।গত তিন বছর আগের নেইমার এখন আরও বেশি পরিণত।তাই প্রত্যাশাও তার কাছে আরও বেড়ে গেছে ব্রাজিলিয়ানদের। কিন্তু সেলেসাও কোচ তিতে দলের সেরা খেলোয়াড়ের ওপর থেকে চাপ কমানোর চেষ্টা করে যাচ্ছেন।তিনি ‘ফিফা ডটকম’কে আরেকবার জানালেন, ব্রাজিল দলের সব দায়িত্ব নেইমারের একার নয়।
ব্রাজিলের সঙ্গে থাকা দেড় বছর দারুণ কাটিয়েছেন তিতে। মার্সেলো একবার তিতে সম্পর্কে বলেছিলেন, ব্রাজিলের খেলোয়াড়রা তিতের কাছে সবকিছুর জন্য ঋণী বলে একবার মন্তব্য করেছিলেন, মার্সেলো। কিন্তু ৫৬ বছর বয়সী এই কোচ ‘ফিফা ডটকম’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবদানকে মোটেও বড় করে প্রকশ করেননি।
দলের সেরা খেলোয়াড়ের ওপর চাপ থাকে সবসময়। সেটা তিতেরও খুব ভালো করে। অতএব ব্রাজিলিয়ানদের প্রত্যাশা বেশি নেইমারকে ঘিরেই। তাই সমর্থকদের প্রত্যাশা কমানোর চেষ্টা করছেন এই কোচ।তিনি বলেন, ‘নেইমারের ওপর আমরা সব দায়িত্ব তুলে দিতে পারি না।”
প্রত্যেককে তার নিজ নিজ জায়গার দায়িত্ব নিতে হবে এমন কথা সব খেলোয়ারকেই বলে দিয়েছেন তিতে