যুদ্ধাপরাধী আদালতেই ‘বিষপান’ করে আত্মহত্যা - BD News Online

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭

যুদ্ধাপরাধী আদালতেই ‘বিষপান’ করে আত্মহত্যা

নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে চলছিল আপিলের শুনানি। এর ফাঁকেই পকেট থেকে বাদামী রংয়ের এক কৌটা বের করে ‘কিছু একটা’ পান করে ফেলেন বসনিয়ার যুদ্ধাপরাধের এক মামলার আসামি ৭২ বছরের স্লোবোদান প্রালজাক। চিৎকার করে বলেন, ‘আমি বিষ খেয়েছি’। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি। 

জাতিসংঘ গঠিত ওই আদালত কক্ষকে বর্তমানে ক্রাইম সিন ঘোষণা করা হয়েছে। বসনিয়ার ক্রোট বাহিনীর সাবেক কমান্ডার প্রালজারের বিরুদ্ধে ২০১৩ সালে ২০ বছরের কারাদণ্ড ঘোষণা করেছিল এই আদালত। ২৯ নভেম্বর বুধবার এই রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানি চলছিল।

১৯৯২ থেকে ৯৫ সাল পর্যন্ত বসনিয়ার যুদ্ধে মোস্তার শহরে যুদ্ধাপরাধ করায় প্রালজারসহ ছয়জনের বিরুদ্ধে আপিল শুনানির সময় বিষপানের এই ঘটনা ঘটে।

আপিল শুনানির সময় ছয় আসামিই আদালত কক্ষে উপস্থিত ছিলেন। শুনানি শেষ হয়ে গেলে আদালত কক্ষে উঠে দাড়িয়ে নিজের মুখে কিছু একটা ঢেলে দেন প্রালজাক। চিৎকার করে বলে ওঠেন, ‘বিষ খেয়েছি’।

আদালত কক্ষে শুরু হয় উত্তেজনা। বিচারক বলেন, ‘ওকে আমরা স্থগিত রাখছি। যে গ্লাস থেকে তিনি কিছু পান করলেন তা বাইরে নেবেন না।’

কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয় একটি অ্যম্বুলেন্স। কয়েকটি জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে হাজির হয়। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের তরফে পরে জানানো হয়, প্রালজাককে জরুরিভাবে আদালতের চিকিৎসকরা সেবা দেন। নিয়ে যাওয়া হয় কাছের একটি হাসপাতালে। সেখানেই মারা যান তিনি।

এই ঘটনায় একটি স্বাধীন তদন্ত দল কাজ শুরু করেছে।