চট্টগ্রাম ও কক্সবাজারে আ.লীগের শোডাউন - BD News Online

সোমবার, ৬ নভেম্বর, ২০১৭

চট্টগ্রাম ও কক্সবাজারে আ.লীগের শোডাউন

বিএনপির পর এবার চট্টগ্রাম ও কক্সবাজারে শোডাউন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার এ অঞ্চলের ৫টি স্থানে পথসভা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখের পড়ার মতো। নেতাকর্মীদের দাবি, তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করতে এই আয়োজন। যদিও দলে এখনও রয়েছে কোন্দল। তাই নির্বাচনের আগে এসব কোন্দল দূর করার দাবি আওয়ামী লীগ নেতাদের। গেল শনিবার চট্টগ্রাম অঞ্চলে শোডাউন করেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ৫টি স্থানে করা হয় জনসমাবেশ। যাতে নেতাকর্মীদের উপস্থিতি যেমন ছিল চোখে পড়ার মতো, তেমনি অস্তিত্ব জানান দেয়ার চেষ্টা ছিল সম্ভাব্য অনেক মনোনয়নপ্রত্যাশীর।  
কয়েকদিন আগে একইপথে শোডাউন ছিল বিএনপির। তাই আওয়ামীলীগের এই কর্মসূচিকে কেউ কেউ পাল্টা হিসেবে দেখলেও দলটির নেতারা তা মানতে নারাজ। তাদের মতে, নির্বাচন সামনে রেখে তৃণমূলে দলকে সংগঠিত করতে এটা ছিল প্রাথমিক পদক্ষেপ। তবে বেশিরভাগ সমাবেশ শান্তিপূর্ণ এবং স্বতস্ফূর্ত হলেও সংঘাত হয়েছে সাতকানিয়ায়। সেখানে স্থানীয় সংসদ সদস্যের সমর্থকদের সাথে আরেকটি পক্ষের সংঘর্ষ হয়। যদিও এটাকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে নির্বাচনের আগে দলের সব বিভেদ দূর করার কথা জানান নেতারা। তবে আগামী নির্বাচনে তৃণমূলে দলের সার্মথ ও প্রার্থী যাচাইয়ে এসব সমাবেশকে টেস্টকেস হিসেবে মনে করেছেন দলের অনেক নেতা।