ডোমার ১০ নং হরিনচড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - BD News Online

রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

ডোমার ১০ নং হরিনচড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি সামিউল ইসলাম (বাবু) ও সম্পাদক আঃ মজিদ

সত্যেন্দ্র নাথ রায়, ডোমার নীলফামারীপ্রতিনিধি:-গত-শুক্রবার রাত ৯টায় ১০ নং হরিনচড়া ইউনিয়ন পরিষদ হল রুমে ভোটের মাধ্যমে আওয়ামী যুবলীগের কমিটি গঠন হয়, সভাপতি সামিউল ইসলাম (বাবু) ও সম্পাদক আঃ মজিদ নির্বাচিত হয় সেখানে মোট ১০০ কাউন্সিলার ভোট প্রদান করেন, অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আফতাব উদ্দিন সরকার, এম,পি ডোমার ডিমলা ১, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম রিমুন,  সম্পাদক আওয়ামী যুবলীগ ডোমার শাখা, উদ্বোধক ময়নুদ্দিন আহম্মেদ মিল্টন ভার প্রাপ্ত সভাপতি ডোমার আওয়ামী যুবলীগ ডোমার শাখা, সভাপতিত্ব করেন ললিত চন্দ্র রায় সভাপতি আওয়ামী যুবলীগ হরিনচড়া ইউনিয়ন শাখা, আরো উপস্থিত ছিলেন ১০ নং হরিনচড়া ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মি বৃন্দ, নতুন সভাপতি ও সম্পাদক বলেন যারা পরাজিত হয়েছে তারা আমাদের ভাই তাদেরকে কমিটির সাথে নিয়ে আমাদের হরিনচড়া ইউনিয়নের আওয়ামী যুবলীগের কর্মকান্ড সুন্দর ভাবে পরিচালনা করব আগামী দিনে।