রংপুরে যোগ দিলেন চার-ছক্কার রাজা গেইলও
আজ বৃহস্পতিবার রংপুর রাইডার্সের অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজের মাধ্যমে জানানো হয় তার দলের সাথে যোগ দেওয়ার খবর। গেইলের সাথে রংপুর রাইডার্দের কর্ণধার সাফওয়ান সোবহানের একটি ছবি সংযুক্ত করে ক্যাপশনে লেখা হয়, ‘দেখুন কে যোগ দিয়েছেন! বিপিএল ২০১৭-তে নিজের যাত্রা শুরু করতে যাচ্ছেন ক্রিস গেইল। উল্লাস হোক জয়ের লড়াইয়ের জন্য…’
সংযুক্ত ছবিতে লেখা হয়, ‘ছক্কা মেশিন গেইলকে রংপুর রাইডার্সের স্বাগতম।’
এখন পর্যন্ত আসরে তিনটি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে রংপুর। জয়ের জন্য রীতিমতো ধুঁকছে দলটি। তবে গেইলের ছোঁয়ায় দলটি পাবে বদলে যাওয়ার প্রেরণা। এদিকে গেইল আসার ঠিক একদিন আগে দলের সাথে যোগ দিয়েছে সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামও।
আগামী ১৮ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। ঐ ম্যাচে মাঠে নামতে দেখা যাবে গেইল এবং ম্যাককালাম দুজনকেই। টি-২০ ফরম্যাটের সেরা দুই ওপেনারকে নিয়ে জয়ের দেখা পাবে রংপুর অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটি- এমনই প্রত্যাশা সমর্থকদের।
উল্লেখ্য, এবারের আসরের শুরু থেকেই আলোচিত দল রংপুর রাইডার্স। মাশরাফি বিন মুর্তজার মতো দেশসেরা অধিনায়ককে দলভুক্ত করে প্রথমেই দলটির ফ্র্যাঞ্চাইজি কেড়ে নেয় আলো। এরপর মাঠের বাইরের বিভিন্ন ইতিবাচক ও প্রশংসনীয় কর্মকাণ্ডে ইতোমধ্যে কুড়িয়েছে সকলের স্তুতি। যদিও মাঠের খেলায় এখনও নিজেদের ভালো করে মেলে ধরতে পারেনি দলটি। ম্যাককালাম-গেইলের ছোঁয়ায় কতটুকু বদলায় রংপুর, সেটিই এখন সবার দেখার বিষয়।