অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় মোটরসাইকেলের তেলের ট্যাংকে ৩৫ হাজার ইয়াবা, আটক ১ - BD News Online

বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭

অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় মোটরসাইকেলের তেলের ট্যাংকে ৩৫ হাজার ইয়াবা, আটক ১

চট্টগ্রাম নগরীতে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় একরাম (৩১) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক একরাম কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নূরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার রাত ১২টার দিকে পুলিশ নগরীর আকবর শাহ এলাকায় অভিযান চালিয়ে একরামকে আটক করে। একরাম মোটরসাইকেলের তেলের ট্যাংকে চেম্বার তৈরি করে সেখানে ইয়াবা বহন করে বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।  

অভিযানে নেতৃত্ব দেওয়া নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির জানান, "আমাদের কাছে তথ্য ছিল মোটরসাইকেলে করে একজন ইয়াবা নিয়ে যাবেন। তথ্যের ভিত্তিতে একরামকে মোটরসাইকেলসহ আটক করলেও ইয়াবা পাচ্ছিলাম না। পরে তেলের ট্যাংকে তল্লাশি করে ইয়াবাগুলো পেয়েছি। ইয়াবা বহনের এই কৌশল পুলিশ অতীতে দেখেনি। " 
তিনি আরও বলেন, ট্যাংকে মাত্র ২ লিটার তেল নেয়ার জায়গা রাখা হয়েছে। বাকি জায়গায় বিশেষ চেম্বার তৈরি করে ইয়াবা রাখা হয়েছে। এই কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে একরাম অতীতে অনেকবার ইয়াবা পাচার করেছে বলে আমাদের জানিয়েছে।
তার বিরুদ্ধে আকবর শাহ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।