হেলিকপ্টার-উড়োজাহাজ সংঘর্ষ, নিহত ৪ - ভিডিও দেখুন - BD News Online

শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

হেলিকপ্টার-উড়োজাহাজ সংঘর্ষ, নিহত ৪ - ভিডিও দেখুন

যুক্তরাজ্যের বাকিংহামশায়ারের আকাশে প্লেন ও হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
শুক্রবার স্থানীয় সময় বেলা ১২টা ৬ মিনিটে সংঘর্ষের ওই ঘটনা ঘটে।
বাকিংহেমশায়ার অগ্নি ও উদ্ধার সার্ভিস ঘটনাটি নিশ্চিত করে জানায়, জরুরি ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছেছে।  
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আইলবাড়ির ওয়াডেসডন গ্রামের কাছে ওই সংঘর্ষের পর এয়ারক্র্যাফ্টের ধ্বংসাবশেষ নিচে পড়ে থাকে। সংঘর্ষের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সাতটি টিম।  
স্থানীয় এক বাসিন্দা জানান, দিনের মধ্যভাগে আমার বাবা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। আমার মাকে এক লোক সংঘর্ষের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ধ্বংসাবশেষ পাওয়া যায়। এ সময় উদ্ধার অভিযানে স্থানীয়রা অংশ নেয়।
জানা যায়, নিকটস্থ একটি স্থান থেকে উড্ডয়নের পর এয়ারক্র্যাফ্ট দু’টি খুব নিচ দিয়ে উড়ছিলো।
তবে কী কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটলো সে বিষয়ে কোনো তথ্য মেলেনি।

ভিডিও দেখুন: