বাঘকে টাকা খাওয়াতে গিয়ে হাতের দু'টি আঙুল খোয়ালেন - BD News Online

রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

বাঘকে টাকা খাওয়াতে গিয়ে হাতের দু'টি আঙুল খোয়ালেন

বন্দী বাঘ-সিংহ
খাঁচায় বন্দী সার্কাসের বাঘকে টাকা খাওয়াতে গিয়ে হাতের দু'টি আঙুল খোয়ালেন এক চীনা ব্যক্তি। ঘটনাটি ঘটেছে চীনের হেনান প্রদেশের ঝিংজিগুয়ানে।
বাই নামের ৬৫ বছর বয়সী সেই ব্যক্তি একটি খাঁচার কাছে এগিয়ে যান। সেখানে বন্দী ছিল বাঘ-সিংহ। খাঁচায় বন্দী বাঘ দেখে তার মধ্যে একটু তামাশা করার শখ জাগে।আর তাই পকেট থেকে টাকা বের করে বাঘের সামনে ধরেন। মুহূর্তে ঘটে যায় দুর্ঘটনা। পুরো ঘটনাটি তখন ভিডিও করছিলেন অনেকে। তার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা গেছে, সিংহটি টাকাটা মুখ দিয়ে নিয়ে নিলেও বাঘ কামড় বসায় বাইয়ের ডান হাতের আঙুলে। ঘটনার সঙ্গে সঙ্গে জখম ব্যক্তিকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন সার্কাসকর্মীরা।
ওই বাঘকে লোহার রড দিয়ে মারা হয়। কিন্তু ততক্ষণে তার হাতের সবকটি আঙুল আর নেই।
ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে যান আহত ব্যক্তি। তার হাতের দুটি আঙুল খোয়া গেছে এই হামলায়। সম্পূর্ণ খোয়া গেছে মধ্যমা, অর্ধেক চলে গেছে অনামিকা, জানিয়েছেন আহত ব্যক্তির নাতনি। জখম ব্যক্তিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাণ্ডটি ঘটানোর আগে ওই ব্যক্তি মদ্যপান করেছিলেন বলে জানা গেছে।