ভারতকে পিছনে রেখে সেমিফাইনালে বাংলাদেশ
আগের দিনই মালয়েশিয়াকে ২৬২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশের যুবারা। সেই উদযাপনের রেশ কাটতে না কাটতেই ভারতের মতো বড় দলকে বড় হার উপহার দিয়ে জয়োল্লাসে হাওয়ায় উড়ছে টাইগার যুবারা। এ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টুনামেন্টে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতকে ৮ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় পেলো বাংলাদেশ। এদিন কুয়ালালামপুরে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ক্যাপ্টেন সাইফ।
ব্যাট করতে নেমে ৩২ ওভারে ভারতীয় যুবারা ৮ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে। স্কোরটা টপকানো টাইগারদের জন্য সহজ ছিল না।
তবে টাইগারদের দুই অপেনার পিনাক ঘোষ ও নাঈম শেখের ৮২ রানের উদ্বোধনী জুটি দলকে বড় ভিত এনে দেয়।
হঠাৎই বাংলাদেশে স্বপ্নভঙ্গের কারিগড় রূপে আবির্ভূত হন ভারতীয় বোলার মন্দ্বীপ সিং। তার উপর্যুপরি জোড়া আগাতে ২৬ রানের ব্যবধানে টপ অর্ডারের ২ ব্যাটসম্যানকে হারায় যুবারা।
তাতেও অবশ্য পিছপা হননি পিনাক ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তৌহিদ হৃদয়। তাদের তৃতীয় উইকেট জুটিতে ৮৩ রান দলকে ২৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে দেয়। পিনাক ৮১ ও হৃদয় ৪৮ রানে অপরাজিত থাকেন।
আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগার যুবারা। সেমির ধাক্কা সামলে নিতে পারলে ১৯ নভেম্বরের ফাইনালে মাঠে দেখা যাবে বাংলাদেশের তরুণ যুবাদের।
অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতকে ৮ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় পেলো বাংলাদেশ। এদিন কুয়ালালামপুরে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ক্যাপ্টেন সাইফ।
ব্যাট করতে নেমে ৩২ ওভারে ভারতীয় যুবারা ৮ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে। স্কোরটা টপকানো টাইগারদের জন্য সহজ ছিল না।
তবে টাইগারদের দুই অপেনার পিনাক ঘোষ ও নাঈম শেখের ৮২ রানের উদ্বোধনী জুটি দলকে বড় ভিত এনে দেয়।
হঠাৎই বাংলাদেশে স্বপ্নভঙ্গের কারিগড় রূপে আবির্ভূত হন ভারতীয় বোলার মন্দ্বীপ সিং। তার উপর্যুপরি জোড়া আগাতে ২৬ রানের ব্যবধানে টপ অর্ডারের ২ ব্যাটসম্যানকে হারায় যুবারা।
তাতেও অবশ্য পিছপা হননি পিনাক ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তৌহিদ হৃদয়। তাদের তৃতীয় উইকেট জুটিতে ৮৩ রান দলকে ২৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে দেয়। পিনাক ৮১ ও হৃদয় ৪৮ রানে অপরাজিত থাকেন।
আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগার যুবারা। সেমির ধাক্কা সামলে নিতে পারলে ১৯ নভেম্বরের ফাইনালে মাঠে দেখা যাবে বাংলাদেশের তরুণ যুবাদের।