টঙ্গীতে বাইরে তালা, ঘরের ভেতরে রক্তাক্ত লাশ
গাজীপুরের টঙ্গীর বড় দেওড়া এলাকায় দেলোয়ার হোসেন (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে একটি ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ রেখে বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে গেছে। দেলোয়ার টঙ্গীর এরশাদ নগর ১ নম্বর ব্লক এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান জানান, ওই এলাকায় ফজিলত বেগমের ভাড়া বাড়ির একটি কক্ষ পাঁচদিন আগে ভাড়া নেয় দেলোয়ার। সকালে বাইরে থেকে দরজা তালা বন্ধ দেখে বাড়ির মালিকের সন্দেহ হলে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই কক্ষের তালা ভেঙে দেলোয়ারের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান এসআই সিদ্দিকুর রহমান।
তথ্য সুত্র : নিউজ২৪টিভি