পুলিশের খাতায় পলাতক হলেও সৈয়দপুর বিমানবন্দরে অফিস করছেন তিনি - BD News Online

রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

পুলিশের খাতায় পলাতক হলেও সৈয়দপুর বিমানবন্দরে অফিস করছেন তিনি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সংক্রান্ত দুর্নীতির মামলার প্রধান আসামি তিনি। জারি আছে গ্রেপ্তারি পরোয়ানাও। তবে, পুলিশের খাতায় পলাতক দেখিয়ে, বহাল তবিয়তে সৈয়দপুর বিমানবন্দরে অফিস করছেন, মোমেন মোকশেদ। এতে প্রশ্ন উঠেছে সিভিল এভিয়েশনের ভূমিকা নিয়ে।



সৈয়দপুর বিমানবন্দ

২০১৩ সালের নভেম্বরে ২৫টি স্বর্ণের বার আটক হয় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। এ ঘটনায় একটি মামলা দায়ের করে দুদক।   
এই মামলায় ৭ আসামির বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে ৪ জন আত্মসমর্পণ করেন। পরে ৩ জন জামিনে মুক্তি পান। তবে এখনো আত্মসমর্পণ বা জামিন নেননি মামলার অন্য তিন আসামী।  
খোঁজ নিয়ে জানা গেছে, মামলার আসামী স্বর্ণের বার বহনকারি আলাউদ্দিন চৌধুরী বিদেশে অবস্থান করছেন। আর এজাহারে উল্লেখ করা আইডি নম্বর দিয়ে অবস্থান সনাক্ত করা যায়নি আনসার সদস্য ইলিয়াস উদ্দিনের। তবে প্রধান আসামী মোমেন মোকশেদ রয়েছেন বহাল তবিয়তে। আইনের চোখে তিনি পলাতক হলেও সৈয়দপুর বিমানবন্দরে রয়েছেন কর্মরত। 



সিভিল এভিয়েশনের মুখপাত্র জানান, গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে কোন কর্মকর্তা-কর্মচারির দায়িত্বে থাকার সুযোগ নেই। 
আলোচিত এই স্বর্ণ পাচার মামলায় অভিযোগপত্র দেয়া হয় ২০১৪ সালের ২৮ ডিসেম্বর। এখন অপেক্ষা অভিযোগ গঠনের।