- BD News Online

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭

দীর্ঘদিন ধরে সামরিক স্বৈরশাসন এবং গণতন্ত্র না থাকায় দেশে দুর্নীতির শিকড় গজিয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদে এমন মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ছোটখাটো দুর্নীতির যেসব সমস্যা রয়েছে তারও সমাধান হচ্ছে। এর আগে পিপলস অ্যান্ড পলিটিক্স নামের এক আন্তর্জাতিক গবেষণা সংস্থার জরিপের তথ্য তুলে ধরে, বিরোধী দলের একজন সংসদ সদস্য জানান বিশ্বে সৎ সরকার প্রধানদের মধ্যে তৃতীয় হয়েছেন শেখ হাসিনা। সাপ্তাহিক নিয়মিত প্রশ্নোত্তর পর্বে, সম্পূরক বিষয়ে ফ্লোর নিয়ে পিপলস অ্যান্ড পলিটিক্সের জরিপের তথ্য সংসদে তুলে ধরেন, জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম। তিনি জানান, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির পর, বিশ্বের তৃতীয় সৎ-শাসকের স্বীকৃতি পেয়েছেন, বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা। এ নিয়ে অনুভূতি জানতে চাইলে, প্রধানমন্ত্রী বলেন জীবনের মায়া তুচ্ছ করে, কাজ করছেন মানুষের জন্য। সরকারের কারো কারো দুর্নীতির সাথে জড়িয়ে পড়া নিয়ে ফখরুল ইমামের মন্তব্যের জবাবও দেন সংসদ নেতা। অধিবেশনে তুলে ধরেন বেশকিছু কারণ। প্রশ্নোত্তর পর্বে বন্যা পরবর্তী খাদ্য নিরাপত্তায়, সরকারের বিভিন্ন উদ্যোগ সংসদে তুলে ধরেন প্রধানমন্ত্রী।