একা ঘরে সানি লিয়ন- দরজায় ঠকঠক শুনে দরজা খুলতেন ছুরি নিয়ে৷ - BD News Online

শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

একা ঘরে সানি লিয়ন- দরজায় ঠকঠক শুনে দরজা খুলতেন ছুরি নিয়ে৷

সানি লিওনিকে নিয়ে উত্সাহের অন্ত নেই৷ সাহসী দৃশ্যে তাঁর বিকল্প খুব কম খুঁজে পাওয়া যায়৷ পর্নস্টার থেকে এখন বলিউডের প্রথম সারির অভিনেত্রী তিনি৷ সাহস না থাকলে এও কি সম্ভব? কিন্তু জানেন কি? সানি কিন্তু একসময় বেশ ভয়ে ভয়েই থাকতেন৷ দরজা খুলতেন ছুরি নিয়ে৷
একথা জানিয়েছেন স্বয়ং সানি লিওনি৷ একটি ট্যাবলয়েডকে দেওয়া সাক্ষাত্কারে সানি জানিয়েছেন, কেউ তাঁকে হুমকি দিত৷ কে, তা তিনি জানতেন না৷ ভয়ে সিঁটিয়ে থাকতেন তিনি৷ যখনই তিনি একা বাড়িতে থাকতেন, তাঁকে বলা হত সেই অজানা ব্যক্তিটি তাঁর বাড়িতে আসেছে৷ একা থাকতেন৷ স্বভাবত ভয়ই পেতেন৷ এরপর যখন দরজায় টোকা পড়ার আওয়াজ হত, হাত পা ঠান্ডা হয়ে যেত সানির৷ ছুরি নিয়ে তিনি দরজা খুলতেন৷ তখন স্বামী ড্যানিয়েল দেশে ছিলেন না৷ ফলে ভয় ছিল আরও বেশি৷ এমনকী ট্যুইটারেও সানি একাধিকবার এমন খবর পেয়েছিলেন, যাতে তাঁর ভয় বেড়েছে বই কমেনি৷ অনেকে তাঁকে তখন বলেছিলেন, অনেকে সংগঠিত হচ্ছে৷ সানির উপর হামলার তোড়জোর করছে তারা৷
পরে বিষয়টি থেকে বেরিয়ে আসেন সানি লিওনি৷ তবে সেই ঘটনার কথা এখনও ভোলেননি তিনি৷