মাছের বদলে জালে ধরা পড়ল এ কোন প্রাণী - BD News Online

সোমবার, ২ অক্টোবর, ২০১৭

মাছের বদলে জালে ধরা পড়ল এ কোন প্রাণী

রোজকার মতোই নদে মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবীরা। ধরা পড়ল এক অদ্ভুত প্রাণী।সমুদ্রে নয়, নদীতে ভেসে উঠল একটি ডলফিন। সচরাচর নদীতে ডলফিন দেখা যায় না। এদের বাস সমুদ্রে। তাই নদীতে এই অজানা প্রাণীকে দেখে অনেকেই প্রথমে চমকে ওঠেন। ঘটনাটি ঘটেছে মহিষাদলের দনিপুরের রূপনারায়ণ নদে।

 সোমবার সকালে রূপনারায়ণে মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবীরা। ফেরার ঠিক আগেই আচমকা তাঁদের জাল ভারী হয়ে ওঠে। মাছ ভেবে জালে টান দিলে তাঁরা দেখতে পান যে, মাছ নয়, তাঁদের জালে উঠে এসেছে এক বিশাল ডলফিন। খবর ছড়িয়ে পড়তেই এলাকার লোকজন ডলফিনটিকে দেখতে ভিড় জমান। অনেকে আবার ডলফিনটির সঙ্গে ছবিও তুলতে থাকেন। কিন্তু নদীতে কী ভাবে এল ডলফিনটি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, রূপনারায়ণ নদের সঙ্গে বঙ্গোপসাগরের যোগ রয়েছে। তাই সেখান থেকেই ডলফিনটি সেখানে চলে আসে।