সিক্লিনার ব্যবহারকারীদের ডিভাইস ঝুঁকিতে - BD News Online

শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

সিক্লিনার ব্যবহারকারীদের ডিভাইস ঝুঁকিতে

ব্যক্তিগত কম্পিউটার কিংবা ফোনের কুকিস মুছে ফেলে ডিভাইসকে দ্রুত করার জন্য খুবই জনপ্রিয় একটি অ্যাপ সিক্লিনার। নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান সিসকো ট্যালোস সম্প্রতি জানিয়েছে, এই সফটওয়্যারে রয়েছে বিপজ্জনক ম্যালওয়্যার। সিক্লিনার এর ৫.৩৩ সংস্করণ এই ম্যালওয়্যারে আক্রান্ত।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, যারা চলতি বছরের সেপ্টেম্বরের ১১ তারিখের পর অফিসিয়াল সাইট থেকে এই সফটওয়্যার নিয়েছেন তারাই এই ম্যালওয়্যারে আক্রান্ত। তবে সিক্লিনার এর ৫.৩৪ সংস্করণ ম্যালওয়্যার মুক্ত বলেও জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। এই ম্যালওয়্যার এর পেছনে কারা রয়েছে বা কিভাবে কি হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
অ্যান্টি ভাইরাস সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাভাস্ট জুলাই মাসে সিক্লিনার নির্মাতা প্রতিষ্ঠান লন্ডন পিরিফর্ম অধিগ্রহন করে নেয়। সেসময় সিক্লিনার এর গ্রাহক সংখ্যা ছিল ১৩০ মিলিয়ন। পিরিফর্ম এর হিসেব অনুযায়ী, ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত সপ্তাহে ৫০ লক্ষ ডেস্কটপে সিক্লিনার ইন্সটল করা হয়েছে এবং ২০০ কোটি সিক্লিনার ডাউনলোড করা হয়েছে। এবং ঝুঁকিতে থাকা সংস্করণটি ২০১৫ সালের আগস্টে উন্মুক্ত করা হয়েছিলো।
গবেষণা প্রতিষ্ঠানের একজন গবেষক জানিয়েছেন, সিক্লিনার স্বয়ংক্রিয়আবে হালনাগাদ হয়না। সুতরাং যারা এই ম্যালওয়্যার যুক্ত সংস্করণটি ইন্সটল করেছেন তাদের জরুরী ভিত্তিতে এটি আনইন্সটল করে ফেলা উচিত। এবং প্রয়োজনে অন্য সংস্করণ ইন্সটল করার পরামর্শ দেওয়া হয়েছে।