বড়গাছা দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মতবিনিময় ও রাস্তা পাকাকরনের উদ্বোধন
ডোমারে এমপি আফতাব উদ্দিন সরকারের সাথে বড়গাছা দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের বড়গাছা দ্বিমূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ,সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন সরকার,ডোমার থানার ওসি(তদন্ত) ইব্রাহিম খলিল,জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান,উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন মিল্টন,সোনারায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদ আহমেদ শান্তু,সাধারন সম্পাদক গোলাম ফিরোজ চৌধুরী,ইউনিয়ন যুবলীগের সভাপতি মজিবুর রহমান প্রমূখ। পরে প্রধান অতিথি জাইকা ও জিওবি’র অর্থায়নে বসুনিয়ার হাট জিসি টু নীলফামারী রামগঞ্জ হাট জিসি ভায়া ডুগডুগির হাট দুই কিলোমিটার রাস্তা পাকা করন কাজের উদ্বোধন করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা প্রকৌশলী শাহ্ মোঃ ওবায়দুর রহমান।
