নিষিদ্ধ করা হলো বোরখা, নাকাব অস্ট্রিয়ায়
অবশেষে অস্ট্রিয়ায় কার্যকর করা হল বোরখা ও নাকাব বিরোধী আইন। এবার থেকে অস্ট্রিয়ায় মুসলিম মহিলাদের প্রকাশ্য স্থানে মাথার চুল থেকে চিবুক পর্যন্ত মুখ দৃশ্যমান থাকতে হবে। সরকারের দাবি, নিরাপত্তা ও মূল্যবোধরক্ষার কারণেই এই পদক্ষেপ করা হচ্ছে। পরিসংখ্যান বলছে, অস্ট্রিয়ায় প্রায় ৭ লক্ষ মুসলিম নাগরিক রয়েছেন। তবে তাঁদের মধ্যে মাত্র ১৫০ জনের কাছাকাছি সংখ্যার মহিলারা বোরখা বা নাকাব পরেন।
আগামী মাসে অস্ট্রিয়ায় নির্বাচন। তার আগে ইসলামবিদ্বেষকে উসকে ভোটবাক্সে লাভবান হতে চাইছে সরকার, এমনটাই অভিযোগ সে দেশের বিরোধীদের। তবে সরকারের এই সিদ্ধান্তে কিছুটা হলেও বিব্রত সেদেশের পর্যটন বিভাগের আধিকারিকরা। তাঁরা জানাচ্ছেন, অস্ট্রিয়াতে প্রতি বছর উপসাগরীয় আরব রাষ্ট্র থেকে যেসব পর্যটকরা আসেন, এই আইনে তাঁদের ওপর বিরূপ প্রভাব পড়তে হবে। অতীতে ফ্রান্স এবং বেলজিয়াম এইধরনের আইন পাশ করেছে। নেদারল্যান্ডসের পার্লামেন্টেও এই নিয়ে একটি বিল আনা হয়েছে। এদিকে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বলেছেন, ‘সম্ভব হলে জার্মানিতেও বোরখা এবং নাকাব নিষিদ্ধ করা উচিত।’
