খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় রাজনৈতিক ফায়দা নিচ্ছে সরকার (মর্জিা ফখরুল ইসলাম আলমগীর)
প্রধান বচিারপতকিে জোর করে দশেরে বাইরে পাঠানোর অভযিোগ করছেনে বএিনপি মহাসচবি মর্জিা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর শান্তনিগরে অসুস্থ্য স্থায়ী কমটিরি সদস্য তরকিুল ইসলামকে দখেতে গয়িে তনিি বলনে, সরকাররে উচতি প্রধান বচিারপতকিে কথা বলতে দয়ো। জানান, সংসদ ভঙেে নর্বিাচন দয়ো, সনো মোতায়নেসহ আরপওি সংশোধনীর লখিতি প্রস্তাবনা তুলে ধরা হবে ইসরি সংলাপে
বশে কয়কেদনি ধরইে দশেরে রাজনীততিে আলোচনার বষিয় প্রধান বচিারপতি সুরন্দ্রে কুমার সনিহার ছুট।ি বৃহস্পতবিার সবশষে আইনমন্ত্রণালয়রে প্রজ্ঞাপন জারি করে নশ্চিতি করে ছুটতিে থাকা অবস্থায় দশেরে বাইরে যাচ্ছনে প্রধান বচিারপত।ি এ নয়িে বরাবরই সমালোচনা করে আসা বএিনপি এবার সরাসরি দায়ী করলনে সরকার। বললনে, ষোড়শ সংশোধনীর রায়রে র্পযবক্ষেনগুলো সরকাররে পক্ষে না যাওয়ায় প্রধান বচিারপতকিে বদিশেে পাঠানোর ব্যবস্থা।
কথা বলনে নর্বিাচন কমশিনরে সংলাপ নয়িওে। জানান, ১৫ অক্টোবর নর্বিাচন কমশিনরে সংলাপে অংশ নয়িে বশে কছিু বষিয় লখিতি আকারে তুলে ধরবে বএিনপ।ি চয়োরপারসনরে বরিুদ্ধে গ্রপ্তোরি পরোয়ানা জারি করে রাজনতৈকি ফায়দা নতিে চায় বলওে অভযিোগ করনে মর্জিা ফখরুল।
পরে র্দীঘ দনি ধরে অসুস্থ্য দলরে স্থায়ী কমটিরি সদস্য তরকিুল ইসলামরে বাসায় গয়িে তার স্বাস্থ্যরে খোজ খবর ননে বএিনপি মহাসচবি। র্দীঘ সময় ধরে দশেরে র্বতমান রাজনতৈকি পরস্থিতিি নয়িে কথা বলনে বএিনপরি র্শীষ এই দ্ুই নতো।