- BD News Online

বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

ডোমারে শ্রী রামনিবাস আগর ওয়ালাকে (স্বর্ন পদক) সংর্বধনা প্রদান।

অন্নপূর্না জৈব সার উৎপাদন বিপনন ও পরিবেশ বান্ধব হওয়ার জন্য ১৪২১ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারে (স্বর্ন পদক) তিনি ভূষিত হন । এই উপলক্ষে গত ১৪/০৮/১৭ ইং রোজ সোমবার তার নিজ বাড়ির উঠানে এক গন সংবর্ধনা প্রদান করা হয়। সেখানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবতাফ উদ্দিন সরকার এম.পি ডোমার, ডিমলা -১, মঞ্জুরুল ইসলাম (দানু) পৌরমেয়র, খায়রুল ইসলাম বাবুল (বাঃ আওয়ামিঃ সভাপতি ডোমার), রাজ্জাক বসুনিয়া (উপজেলা চেয়ারম্যান), সহ বিভিন্ন শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি অয়োজন করে শ্রী কৃষ্ণের জন্মাস্টমী উৎযাপন পরিষদ ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু গোরা চাঁদ অধিকারী