সৈয়দপুরে ডিবি পরিচয়ে নতুন প্রতারনা ও তিন প্রতারক আটক। - BD News Online

বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

সৈয়দপুরে ডিবি পরিচয়ে নতুন প্রতারনা ও তিন প্রতারক আটক।


নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় তিন প্রতারকে আটক করেছেন পুলিশ। সৈয়দপুরে ডিবি পরিচয়ে নতুন প্রতারনা ও তিন প্রতারক আটক।
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় তিন প্রতারক কে আটক করেছেন পুলিশ। আজ (১৭ আগষ্ট) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন (এসআই) আব্দুল আজিজ সৈয়দপুর থানা।


নওগাঁ থেকে নীলসাগর ট্রেনে বুধবার (১৬ আগষ্ট) দিবাগত রাতে হারুন-অর রশিদ (৪৫), মোতালেত হোসেন (৪১), মোস্তাকিন আহম্মেদ (৪৫) নামের তিন ব্যক্তি । তারা পঞ্চগড় যাওয়ার উদ্দেশ্যে সৈয়দপুর রাবেয়ামিল বাস  স্টানে যান। সেখানে তিন প্রতারক ডিবি পরিচয়ে তাদের গতিরোধ করেন এবং হাতকড়া পরিয়ে সৈয়দপুর বোতলাগাড়ি ইউনিয়নের হাজীপাড়ার একটি বাড়ীতে নিয়ে যায়।
সেই বাড়িতে তাদের তিন জনকে মারধর করে অনুমানিক ৯০ হাজার টাকা ও তাদের সাথে থাকা তিন জনের মোবাইল সেট হাতিয়ে নেয়।
হারুন-অর রশিদ সৈয়দপুর থাকে অবিহিত করলে পুলিশ অভিযান চালিয়ে তিন প্রতারক আটক করেন।
সৈয়দপুর থানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জ (১৭ আগষ্ট) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন (এসআই) আব্দুল আজিজ সৈয়দপুর থানা।
নওগাঁ থেকে নিলসাগর ট্রেনে বুধবার (১৬ আগষ্ট) দিবাগত রাতে হারুন-অর রশিদ (৪৫), মোতালেত হোসেন (৪১), মোস্তাকিন আহম্মেদ (৪৫) নামের তিন ব্যক্তি । তারা পঞ্চগর য্ওায়ার উদ্দেশ্যে সৈয়দপুর রাবেয়ামিল বাস  স্টানে যান। সেখানে তিন প্রতারক ডিবি পরিচয়ে তাদের গতিরোধ করেন এবং হাতকড়া পরিয়ে সৈয়দপুর বোতলাগাড়ি ইউনিয়নের হাজীপাড়ার একটি বাড়ীতে নিয়ে যায়।
সেই বাড়িতে তাদের তিন জনকে মারধর করে অনুমানিক ৯০ হাজার টাকা ও তাদের সাথে থাকা তিন জনের মোবাইল সেট হাতিয়ে নেয়।
হারুন-অর রশিদ সৈয়দপুর থানায় অবিহিত করলে পুলিশ অভিযান চালিয়ে তিন প্রতারককে আটক করেন।
সৈয়দপুর থানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।